কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.): এ রাজ্যের ছয়টি আসনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৩ নভেম্বর বিধানসভার উপনির্বাচন। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরে অতিরিক্ত নির্বাচন আধিকারিক তথা মিডিয়া ইনচার্জ অরিন্দম নিয়োগী বুধবার 'হিন্দুুস্থান সমাচার'কে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, সর্বনিম্ন পাঁচজন ও সর্বাধিক নয়জন প্রার্থী রয়েছেন বিধানসভার আসন্ন উপনির্বাচনে। পরিসংখ্যান অনুযায়ী, উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটি ও হাড়োয়া এই দুই কেন্দ্রে সবচেয়ে বেশি ৯ জন করে প্রার্থী লড়াইয়ে রয়েছেন। এদিকে, দক্ষিণবঙ্গের দুই বিধানসভা আসন যথাক্রমে মেদিনীপুর ও বাঁকুড়া জেলার তালডাংরা কেন্দ্রে ৫ জন করে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
অন্যদিকে, উত্তরবঙ্গের দুই কেন্দ্র তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসন কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্রে ৭ জন করে প্রার্থী লড়াইয়ে রয়েছেন। উল্লেখ্য, একটি মাত্র প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত বুধবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, ৫টি জেলায় ৬টি আসনে মোট ৬২টি মনোনয়ন পত্র জমা পড়ে। স্ক্রুটিনির পর এর মধ্যে ১৯ টি বাতিল হয়ে যায়। ৪৩ টি বৈধ মনোনয়ন পত্রের মধ্যেই একটি প্রত্যাহারের সুবাদে ৪২ জন এই মুহূর্তে লড়াইয়ে রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত