দুর্গাপুর, ৩০ অক্টোবর (হি.স.) : আবারও ত্রানের ত্রিপল দুর্নীতির অভিযোগ। পুরকর্মীর মায়ের পরলৌকিক ক্রিয়া আর ওই শ্রাদ্ধানুষ্ঠানে প্যান্ডলে টাঙানো হয়েছে ত্রানের ত্রিপল। তাতে জ্বলজ্বল করছে বিশ্ববাংলার লোগো। আর তাতেই বিস্তর বিতর্কের দানা বেঁধেছে। ডায়মন্ডহারবার, মালদার পর এবার ঘটনাস্থল শিল্পশহর দুর্গাপুর। প্রশ্ন উঠেছে সরকারি কর্মীর বাড়ির মায়ের শ্রাদ্ধে কীভাবে চলে এল সরকারি ত্রিপল? যদিও, খবর চাউর হতেই শিবশঙ্কর ওরফে শুভ দত্ত নামে ওই পুরকর্মীকে শো-কজ করেছেন পুরসভার প্রশাসক। দুর্গাপুর পুরসভার লাইসেন্স বিভাগের কর্মরত শিবশঙ্কর ওরফে শুভ দত্ত। দুর্গাপুর সিটি সেন্টার আম্বেদকর সরনীতে তার বিশাল বাড়ি। মঙ্গলবার ছিল তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। তাতে বাড়ির প্যান্ডেল করতে ব্যবহার করা হয় বিশ্ববাংলার লোগো বসানো সরকারি ত্রিপল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দফায় দফায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শিল্পশহর দুর্গাপুরের বেশ কিছু ওয়ার্ড। একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বেশ কয়েকটি ওয়ার্ড। বহু কাঁচা বাড়ি ভেঙে পড়ে। পুরসভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বন্যা পরিস্থিতির শহরে প্রতিটি ওয়ার্ডে ত্রানের ব্যাবস্থা করা হয়। কড়া নির্দেশিকা ছিল, দুর্গতদের আধার কার্ডের জেরক্স নেওয়া। সরজমিন খতিয়ে দেখে তার পর ত্রিপল বন্টন করা। পুরসভার ৪ নং বরো তে ত্রান বিলির দায়িত্বে ছিলেন শুভ বাবু। অভিযোগ ওঠে অনেক দুর্গতদের বন্যায় বাড়ি ভেঙে যাওয়ার পরও ত্রানের একটা ত্রিপলও জোটেনি। যদিও, মুখ্যমন্ত্রী সঙ্কটজনক দুর্গতদের দুটো করে ত্রিপল দেওয়ার নির্দেশ দেন। একদিকে যখন ত্রান ত্রিপল বিলি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অন্যদিকে তখন, সরকারি ওই ত্রিপল পুরকর্মীর মায়ের শ্রদ্ধানুষ্ঠানের প্যান্ডেলে টাঙানো হয়েছে। দুর্গাপুরে পুরকর্মীর বাড়িতে সরকারি ত্রাণের ত্রিপলের খবর চাউর হতেই আবার ত্রান বিলি নিয়ে বিস্তর বিতর্কের দানা বাঁধতে শুরু করে। বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই বলেন, বিড়ালকে মাছ ভাগ করতে দেওয়া হলে এরকমই হয়। প্রাকৃতিক বিপর্যয়ে অনেক দুর্গতদের ত্রানের সরকারি ত্রিপল জোটেনি। বঞ্চনা করা হয়েছে। আর অন্যদিকে সরকারী কর্মীর বাড়িতে ত্রানের ত্রিপল দিয়ে প্যান্ডেল করা হয়েছে। তৃণমূলের জামানায় ত্রানের ত্রিপল বিলিতে দুর্নীতি অতীতেও বহু প্রমাণ পাওয়া গেছে। আবার সেটা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করল। আমরা প্রতিবাদ জানাচ্ছি। তদন্তের জানাচ্ছি। সরকারি ত্রিপল কীভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি ? স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন শিল্পশহরবাসী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শুভ দত্ত সাফাই দেন, ডেকরেটর্স ওই ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল করেছে। ডেকরেটর অবশ্য দাবি করেছেন, সরকারি কর্মীই তাঁদের ওই ত্রিপল দিয়েছেন। দুর্গাপুর -২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, অন্যায় করেছে। এটা তদন্ত হওয়া দরকার। নিশ্চয়ই পুর প্রশাসক তদন্ত করেবন। অন্যদিকে সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপেন্দু চক্রবর্তী বলেন, বেআইনি কাজ যদি হয়, আইন যারা রক্ষা করে তারা দেখবে। সে যেদলেরই কর্মী হোক, আইনানুগ ব্যাবস্থা নেবে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, দুর্ভাগ্যজনক। পুরকর্মী শিবশঙ্কর দত্ত ত্রিপল দুটি ফেরত দিয়ে গেছেন। তাকে শো-কজ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা