কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বাংলা আবাস যোজনা ইস্যুতে কেন্দ্র - :রাজ্য বিতর্ক তুঙ্গে। উদ্ভূত পরিস্থিতিতে তথ্য যাচাইয়ের কাজ পুরোদমে শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফেও আশ্বাস, তালিকায় রয়েছেন তাদের কেউ বাদ যাবে না। বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা থেকে যে সমস্ত উপভোক্তার নাম বাদ পড়ে গিয়েছে বলে ধারণা, ফের অতিরিক্ত হিসেবে রাজ্য সরকার পুনরায় তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। এ কারণেই জেলা প্রশাসনের পক্ষে আধিকারিকদের বার্তা দেওয়া হয়েছে , উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে সমস্ত খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজনে।
উল্লেখযোগ্য বিষয় - ১৬ লাখ উপভোক্তার তথ্য জমা রয়েছে। নির্ধারিত আবেদন পত্র ও যাবতীয় তথ্য সহ সমীক্ষা চলাকালীন সময়ে প্রায় সাড়ে তিন লাখ নাম বাদ গেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট প্রকল্পের শর্ত অনুযায়ী তালিকায় যাদের নাম বর্তমান রয়েছে তাদের বর্তমান অবস্থার কোনও পরিবর্তন না হলে পরে কেন্দ্রীয় এই প্রকল্পে আবাস নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তা এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য বাবদ কেন্দ্রীয় অর্থ প্রাপকের তালিকায় যথারীতি রয়েছেন। এবং তা রাজ্য সরকার আগাম জানিয়ে দেয়। এছাড়াও সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ঘূর্নিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্তদেরও এই কেন্দ্রীয় প্রকল্পে সাহায্য মিলবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত