অস্ট্রেলিয়া এ বনাম ভারত এ : সাই সুধারানের বীরত্ব সত্ত্বেও অস্ট্রেলিয়া জয়ের পথে
ম্যাকে, ২ নভেম্বর( হি.স.): শনিবার তৃতীয় দিনে স্টাম্পে ভারত এ-এর বিরুদ্ধে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে অস্ট্রেলিয়া এ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। সাই সুধারানের সেঞ্চুরি(১০৩) সত্ত্বেও, ব্যাটিংয়ে পতনের জন্য ভারত এ স্বাগতিকদের ২২৫ রানের লক্ষ্য দিয়েছে। অ
অস্ট্রেলিয়া


ম্যাকে, ২ নভেম্বর( হি.স.): শনিবার তৃতীয় দিনে স্টাম্পে ভারত এ-এর বিরুদ্ধে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে অস্ট্রেলিয়া এ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। সাই সুধারানের সেঞ্চুরি(১০৩) সত্ত্বেও, ব্যাটিংয়ে পতনের জন্য ভারত এ স্বাগতিকদের ২২৫ রানের লক্ষ্য দিয়েছে।

অস্ট্রেলিয়া বর্তমানে ৩ উইকেটে ১৩৯ রান করেছে। ম্যাচ জিততে চাই আর মাত্র ৮৬ রান। অস্ট্রেলিয়ার নাথান ম্যাকসুইনি অপরাজিত আছেন ৪৭ রানে।

অস্ট্রেলিয়ার এ দলের হয়ে ফার্গাস ওনিল শেষ পর্যন্ত ৪ উইকেট নেন এবং মারফি পান ৩টি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande