অসমিয়া ভাষাকে ধ্ৰুপদীর স্বীকৃতি, সম্মান জানাতে আগামীকাল থেকে 'ভাষা গৌরব সপ্তাহ' পালন রাজ্যে
অসমিয়া ভাষাকে ধ্ৰুপদীর স্বীকৃতি, সম্মান জানাতে আগামীকাল থেকে 'ভাষা গৌরব সপ্তাহ' পালন রাজ্যে
রবিবার থেকে -ভাষা গৌরব সপ্তাহ- পালন অসমে


গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : অসমিয়া ভাষাকে ধ্ৰুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় তাকে সম্মান জানাতে রাজ্য সরকার চালু করেছে 'ভাষা গৌরব সপ্তাহ' শীর্ষক এক কর্মসূচি। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল (৩ নভেম্বর) থেকে শুরু হবে 'ভাষা গৌরব সপ্তাহ'। চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য অসমিয়াকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ায় রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা।

অসমিয়া ও অন্যান্য আঞ্চলিক ভাষার তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন জেলায় প্রস্তাবিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রীরা। এই উদ্যোগ অসমের জনগণের মধ্যে গর্ব ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এই উদ্যোগে সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। অসমিয়া এবং রাজ্যের অন্যান্য ভাষা উদযাপনের গুরুত্বের ওপর জোর দিয়ে নাগরিকদের সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এই উদ্যোগে যোগ দিতে এবং অসমের সমৃদ্ধ ভাষাগত ঐতিহ্যকে সম্মান করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande