জীবিত ভোটার মৃত, নদীয়ার চাকদাতে চাঞ্চল্য
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীয়ায় । চাকদহ পুরসভায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্যকর এমন ঘটনা প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহি
জীবিত ভোটার মৃত, নদীয়ার চাকদাতে চাঞ্চল্য


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীয়ায় ।

চাকদহ পুরসভায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্যকর এমন ঘটনা প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহিড়ীর নাম ২০০২ সাল থেকেই এক টানা ভোটার তালিকায় রয়েছে। উল্লেখ্য, চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালেও তার নাম যথারীতি তালিকায় ছিল, জানিয়েছেন তিনি। এমনকি সম্প্রতি পরিবারের তিন সদস্যের বাড়িতে পৌঁছে বুথ লেভেল এজেন্ট এনুমারেশন ফর্ম দেন, যা সঠিকভাবে পূরণ করে নিয়ম মেনে জমাও দেওয়া হয়েছে।

কিন্তু নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল জীবিত মানুষ মৃত হয়েছে। এবং তাঁর চক্ষু চড়কগাছ! ওই তালিকায় স্ত্রী ও মেয়ের নাম থাকলেও সোমনাথ লাহিড়ীর নাম একেবারে উধাও।

এর পরিপ্রেক্ষিতেই কমিশনে খোঁজ নিয়েই তিনি জানতে পারেন যে, ভোটার তালিকায় তিনি ‘মৃত’ হিসেবে রয়েছেন। ওই বৈধ ভোটারের এ নিয়ে প্রতিক্রিয়া - “আমি বেঁচে থেকেও মৃত!” - বিস্মিত সোমনাথ লাহিড়ী।

এই ঘটনায় রীতিমতো হতবাক তিনি। - আমি জীবিত, অথচ সরকারি নথিতে মৃত করে দেওয়া হয়েছে। এখন তো মনে হচ্ছে ভূত হয়ে ঘুরছি।

ওই ঘটনার কথা তৎক্ষণাৎ স্থানীয় কাউন্সিলর ও ডিএল অফিসে জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফেও সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে - জানান সোমনাথ। বরং প্রশ্ন উঠেছে এক জীবিত ভোটার কি করে ‘মৃত’ নির্বাচন কমিশনের তালিকায় ?ভোটার তালিকা সংশোধনে এত বড় গাফিলতির দায় কার ? যদিও উত্তর মেলে নি। এদিকে, সামনেই নির্বাচন, তবে তার আগে এমন মারাত্মক ভুল, আদৌ সঠিক সংশোধন সম্ভব!

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এখন সকলের নজর রয়েছে নির্বাচন কমিশন কত দ্রুত ওই ‘মৃত ভোটার’-কে ফের জীবিত করে তোলে!

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande