
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দ্রুততার সঙ্গে শুনানী শুরুর পরিকল্পনা ছিল কমিশনের। কিন্তু কবে শুরু হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাজ্যের দফতর সূত্রে খবর, বড়দিনের আগে শুনানী শুরুর কাজ হওয়ার সম্ভাবনা নেই। মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে শুনানী।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনও ভোটারকে শুনানীতে ডাকতে হলে, বিজ্ঞপ্তি মারফত তাঁকে ডাকতে হবে। শুনানীর সেই
বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বুথের বিএলও গিয়ে সেই ভোটারের বাড়িতে দিয়ে আসবেন। অর্থাৎ, বিজ্ঞপ্তির হার্ড কপি পৌঁছবে ভোটারের বাড়িতে। তবে, বিজ্ঞপ্তি কবে পৌঁছবে ভোটারদের বাড়ি, সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।
তবে, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, প্রাথমিক ভাবে প্রায় ৩২ লক্ষ ভোটার, যাঁদের ২০০২-র তালিকার সঙ্গে যোগসূত্র মেলেনি, তাঁদের বিজ্ঞপ্তি দিয়ে শুনানীতে ডাকা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত