এসআইআর, রবিবার থেকেই বাড়ি বাড়ি শুনানীর নোটিস, প্রায় ৪০০০ হাজার শাখা-পর্যবেক্ষক
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : সব ঠিক থাকলে এসআইআর-পরবর্তী বাধ্যবাধকতায় রবিবার থেকেই বাড়ি বাড়ি শুনানীর নোটিস পৌঁছনো শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে শুক্রবার নির্বাচন দফতরের আধিকারিকরা আলোচনা করেন। তাঁরা মনে করছেন, যে হেতু এখনও ‘
এসআইআর, রবিবার থেকেই বাড়ি বাড়ি শুনানীর নোটিস, প্রায় ৪০০০ হাজার শাখা-পর্যবেক্ষক


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : সব ঠিক থাকলে এসআইআর-পরবর্তী বাধ্যবাধকতায় রবিবার থেকেই বাড়ি বাড়ি শুনানীর নোটিস পৌঁছনো শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন।

বিষয়টি নিয়ে শুক্রবার নির্বাচন দফতরের আধিকারিকরা আলোচনা করেন। তাঁরা মনে করছেন, যে হেতু এখনও ‘Logical Discrepancies’-র তালিকায় যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটার রয়েছেন, তাঁদের বাছাই প্রক্রিয়া চলছে, ফলে ঝাড়াই-বাছাই করে একেবারে বিজ্ঞপ্তি পাঠানোর পথে হাঁটছে কমিশন। তবে বড়দিনের আগে শুনানীতে ডাক পড়বে না ভোটারদের।

রাজ্যের সিইও দফতরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রায় ৪০০০ হাজার শাখা-পর্যবেক্ষক (মাইক্রো অবজ়ার্ভার) নিয়োগের কথা ভাবছে রাজ্যের সিইও দফতর। শুক্রবার সন্ধ্যায় এই নিয়োগ সংক্রান্ত বৈঠকেও বসেন রাজ্যের সিইও দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, শনিবারের মধ্যেই শাখা-পর্যবেক্ষকদের নিয়োগ করার পরিকল্পনা করছে রাজ্যের সিইও দফতর। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাই শুনানি পর্বের তদারকি করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande