নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাটি নববর্ষ উপলক্ষে ওই রাজ্যের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, এই নববর্ষ যেন মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে। তিনি লেখেন, সব মানুষের স্বপ্ন যেন পূরণ হয় এবং প্রত্যেক দিন মানুষ যেন নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে ওঠেন।
সারা বিশ্বের গুজরাটি সম্প্রদায়ের মানুষজন শনিবার নিজেদের নতুন বছর উদযাপন করেছেন। হিন্দু ক্যালেন্ডার বিক্রম সংবতের কার্তিক মাসের প্রথম দিনে এই নববর্ষ উদযাপিত হয়।
হিন্দুস্থান সমাচার / রাকেশ