মুম্বই, ২৮ নভেম্বর (হি. স.) : বৃহস্পতিবার চূড়ান্ত অস্থিরতা দেখা গেল শেয়ার বাজারে।এদিন দিনের শুরুতেই যেখানে ৮০ হাজারের উপরেই ছিল সেনসেক্স, তা দিনের শেষে এসে দাঁড়িয়েছে ৭৯ হাজারের সামান্য বেশিতে। সব মিলিয়ে পতন ১১৯০.৩৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ফিফটিও ৩৬০.৭৫ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১৪.১৫ পয়েন্টে। শতাংশের নিরিখে যা ১.৪৯।
ট্রাম্পের জয়ের পর থেকেই দারুণ চাঙ্গা মার্কিন বাজার। এই গতি ভারতের বাজারকেও সাহায্য করছিল। কিন্তু বৃহস্পতিবার মার্কিন বাজারের ঝাঁপ বন্ধ ছিল। আর তাই আন্তর্জাতিক পরিস্থিতি বুঝতে না পেরে লগ্নিকারীর ঝুঁকি নিতে চাননি। এই প্রবণতারই প্রভাব পড়েছে শেয়ার বাজারে। তাছাড়া ইউক্রেনে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলার মতো ঘটনার প্রভাবও পড়েছে আন্তর্জাতিক বাজারে। এই পরিস্থিতিতে ডিসেম্বরে আমেরিকায় ফেডেরাল ওপেন মার্কেট কমিটির বৈঠকেও সুদের হার কমার সম্ভাবনা নেই। যা লগ্নিকারীদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। এরই ফলশ্রুতি, শেয়ার বাজারের অস্থিরতা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি