মহারাষ্ট্রে বাস উল্টে নিহত ১০, আহত ৩৫ জন
মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে বাস উল্টে মৃত্যু হল ১০ যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৩৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাচ্ছিল বাসটি। মহারাষ্ট্রের সাদাক অর্জুনি এলাকার খাজারি গ্রামে দুর্ঘটনার মুখে পড়ে সেটি।
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনা


মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে বাস উল্টে মৃত্যু হল ১০ যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৩৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাচ্ছিল বাসটি। মহারাষ্ট্রের সাদাক অর্জুনি এলাকার খাজারি গ্রামে দুর্ঘটনার মুখে পড়ে সেটি।

জানা গিয়েছে, একটি দু'চাকার গাড়িকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়৷ দুর্ঘটনার জেরে বাসের একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে৷ ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসার পর উদ্ধারকাজে নামে প্রশাসন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande