নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে বাস উল্টে মৃত্যু হল ১০ যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৩৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাচ্ছিল বাসটি। মহারাষ্ট্রের সাদাক অর্জুনি এলাকার খাজারি গ্রামে দুর্ঘটনার মুখে পড়ে সেটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের গোন্দিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর দফতর থেকে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে৷
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে যে, মহারাষ্ট্রের গোন্দিয়ায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন আহতদের সাহায্য করছে। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, একটি দু'চাকার গাড়িকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়৷ দুর্ঘটনার জেরে বাসের একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে৷ ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসার পর উদ্ধারকাজে নামে প্রশাসন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ