শ্রীভূমি (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : বঙাইগাঁও জেলার পুলিশ সুপার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, বঙাইগাঁও জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি, পুলিশ পেট্রোলিং পোস্ট ইত্যাদিতে বাজেয়াপ্ত দাবিদার বিহীন ও ব্যবহারের অযোগ্য বেশ কয়েকটি যান বাহন রাখা আছে। এতে বঙাইগাঁও জেলার পুলিশ সুপার এক বিজ্ঞপ্তি জারি করে ওই যানবাহনগুলির প্রকৃত মালিকদের বিজ্ঞপ্তি জারির পর সাতদিনের মধ্যে উপযুক্ত নথিপত্র সহ সংশ্লিষ্ট পুলিশ থানা, পুলিশ ফাঁড়ি ইত্যাদিতে মালিকানার দাবি জানাতে আহ্বান জানিয়েছেন।
সাতদিনের সময়সীমার পর ওই যানবাহনগুলি প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলার পুলিশ সুপার জেলার সব পুলিশ স্টেশন ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিজ নিজ এলাকায় জনগণকে বিষয়টি অবগত করতে নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস