হাফলং (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : লামডিং-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কে আজ শনিবার এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন বিদেশি বাইক রাইডার। নিহত বিদেশি পৰ্যটককে আমেরিকার নিবাসী বেরি থমসন বলে শনাক্ত করা হয়েছে।
লামডিং-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কের ডিমা হাসাও জেলার মান্দারডিসার ব্লু হিল ধাবার সামনে ভয়ংকর দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে। দুৰ্ঘটনাগ্ৰস্ত রয়েল এনফিল্ড হিমালয়ান বাইকের নম্বর এএস ১১ এন ০৮০৪।
জানা গিয়েছে, অশোক লিলেন্ড কোম্পানির একটি পণ্যবাহী লরি বেরি থমসন চালিত বাইকে ধাক্কা মারে। প্ৰচণ্ড ধাক্কায় বাইক আরোহী বেরি থমসনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ এদিকে দুৰ্ঘটনা সংগঠিত করে ঘাতক লরি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাইক আরোহী বিদেশি পৰ্যটক বেরি থমসন শিলচর থেকে লামডিঙের দিকে যাওয়ার সময় মান্দারডিসায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বেরি জনসন সুদূর আমেরিকা থেকে বাইক চালিয়ে ভারত ভ্ৰমণ করছিলেন।
এদিকে দুৰ্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লামডিং এবং মান্দারডিসা পুলিশ অকুস্থলে গিয়ে বাইক আরোহী পর্যটক বেরি থমসনকে উদ্ধার করে লামডিং হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেরি থমসনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব