শিলিগুড়িতে ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আত্মঘাতী যুবক
শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি. স.) : ঋণের সমস্যায় জর্জরিত হয়ে অবশেষে আত্মঘাতী যুবক। মৃতের নাম সনৎ কুমার সাহা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি এলাকায়। মৃত যুবক ই-রিকশ চালাতেন। কিন্তু কোনও কারণে বেশ কিছুদিন হয় ঋণের বোঝায় জর্জরিত হয়ে
শিলিগুড়িতে ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আত্মঘাতী যুবক


শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি. স.) : ঋণের সমস্যায় জর্জরিত হয়ে অবশেষে আত্মঘাতী যুবক। মৃতের নাম সনৎ কুমার সাহা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি এলাকায়। মৃত যুবক ই-রিকশ চালাতেন। কিন্তু কোনও কারণে বেশ কিছুদিন হয় ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনরা জানান, শনিবার সকালেও এক ব্যক্তি ঋণের টাকা চাইতে এসেছিলেন। তারপরই বাড়ি ফাঁকা থাকায় গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন তিনি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। ‌ স্ত্রী কয়েকদিন আগেই দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন। এরই মাঝে এই ঘটনা ঘটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় আশিঘর আউটপোস্টের পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande