জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর ও গৃহবধূ 
ক্যানিং, ৩০ ডিসেম্বর (হি. স.) : স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী ও শ্বশুর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মধ্য তালদি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজাতা সর্দার ও তাঁর বাবা গৌতম নস্কর। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম অর্পণ সর
জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর ও গৃহবধূ 


ক্যানিং, ৩০ ডিসেম্বর (হি. স.) : স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী ও শ্বশুর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মধ্য তালদি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজাতা সর্দার ও তাঁর বাবা গৌতম নস্কর। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম অর্পণ সর্দার। ঘটনার পর থেকেই পলাতক অর্পণ। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আহত দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রায় বছর তেরো আগে তালদির বাসিন্দা অর্পণের সাথে সুজাতার বিয়ে হয়। তাঁদের একটা বছর ছয়েকের পুত্র সন্তানও আছে। বিয়ের পর থেকেই অর্পন নেশা করে ও জুয়া খেলে বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে সুজাতাকে মারধর করে। মাস দেড়েক আগে সুজাতা ক্যানিং থানাতে বধূ নির্যাতনের মামলা করে অর্পণের বিরুদ্ধে। এরপর থেকেই সুজাতা নিজের বাবার বাড়িতে থাকছিল। অর্পন বারবার ফোন করে হুমকি দিতে থাকে এবং সুজাতাকে ফিরে আসতে বলে। সুজাতা রাজি না হওয়ায়, এদিন আচমকাই সুজাতার বাবা গৌতম নস্করের উপর ইট দিয়ে হামলা চালায় অর্পণ। বাবাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সুজাতা বাবাকে বাঁচাতে গেলে অর্পন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সুজাতা। পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁদেরকে উদ্ধার করে। সেই সুযোগেই পালিয়ে যায় অর্পণ। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande