বিলোনিয়ায় সেক্স রেকেটের পর্দা ফাঁস, গ্রেফতার দুই যুবক
বিলোনিয়া (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় দীর্ঘদিন যাবৎ চলছিল সেক্স রেকেট। বড়সড় সেক্স রেকেটের হদিস পেল পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এই রেকেট গোটা দক্ষিণ জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্যের বাইরেও পৌঁছে গেছে। প্রা
গ্রেফতার দুই যুবক


বিলোনিয়া (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় দীর্ঘদিন যাবৎ চলছিল সেক্স রেকেট। বড়সড় সেক্স রেকেটের হদিস পেল পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এই রেকেট গোটা দক্ষিণ জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্যের বাইরেও পৌঁছে গেছে। প্রায় ৩০ জনেরও বেশি ১৬ থেকে ৩৫ বছরের যুবক যুবতী এবং বেশ কয়েকজন মহিলা এই রেকেটের সাথে যুক্ত বলে জানিয়েছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার।

বুধবার রাতে অন্তর দাস এবং অন্তু দে নামে দুই যুবককে গ্রেফতার করেছে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। এই সেক্স রেকেটের সাথে কারা যুক্ত অনেকের নাম চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশের হাতে এসে গেছে। তদন্তের স্বার্থে নামধাম জানতে চাইছে না পুলিশ। গ্রেফতার হওয়া দুই যুবককে বৃহস্পতিবার বিলোনিয়া আদালতে প্রেরণ করা হয়।

আদালত তাদের তিন তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, ২০২৪ এর নভেম্বর মাস থেকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে এই সংক্রান্ত খবর পৌঁছালে তারা এই রেকেটের সাথে যুক্ত বেশ কয়েকজন নাবালিকাকে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের থেকে পুরো ঘটনা এবং বেশ কয়েকজনের নামধাম পুলিশকে দেয়। তিনি চাইছেন বিলোনিয়ার একাংশ যুবক যারা সেক্স রেকেটের সাথে যুক্ত তাদের আইনের আওতায় এনে যাতে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বিলোনিয়া শহরের একটি নাবালিকার নিখোঁজ থাকা এবং অবশেষে তাকে উদ্ধার করতে পেরে পুলিশ তার থেকে বিস্তারিত তথ্য নিয়ে এই রেকেটের হদিশ পায়। তবে আগামী দিনে অনেককেই পুলিশ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে বলে জানা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande