আগুনে ভস্মীভূত মিষ্টির দোকান, অল্পতে রক্ষা পেল বিলোনিয়ার ভিতর বাজার
বিলোনিয়া (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : অল্পের জন্য রক্ষা পেল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ভিতর বাজার। দমকল বাহিনী, এলাকার লোকজন ও ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বিধ্বংসী অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় বিলোনিয়া ভিতর
অগ্নিকাণ্ড


বিলোনিয়া (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : অল্পের জন্য রক্ষা পেল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ভিতর বাজার। দমকল বাহিনী, এলাকার লোকজন ও ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বিধ্বংসী অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় বিলোনিয়া ভিতর বাজারের দোকানগুলি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভিতর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

জানা গিয়েছে, আগুনের সুত্রপাত ভিতর বাজারের একটি মিষ্টির দোকানের কারখানা থেকে। মিষ্টি তৈরির সময় গ্যাসের সিলেন্ডার থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। সম্পূর্ণরূপে পুড়ে ছাই মিষ্টির দোকানটি। মিষ্টির দোকানটি বহু পুরনো। মালিক ছিলেন নিমাই সাহা।

নিমাই সাহার পরিবার সূত্রে জানা যায় এই দোকান ভাড়া নিয়ে প্রসেনজিৎ দে পরিচালনা করছেন। বৃহস্পতিবার বিকালে মিষ্টির দোকানের কারিগর কারখানাতে মিষ্টি তৈরির সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। কারখানাতে আগুন ছড়িয়ে পড়েতে দেখে কারখানা থেকে বেরিয়ে মিষ্টির কারিগর চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে গ্যাসের আগুনে দাও দাও করে জ্বলতে থাকে দোকান। খবর পেয়ে সেখানে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande