হুগলি, ২ জানুয়ারি (হি.স.): স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রীতিমতো খুশি রচনা রাঁধুনিদের দশে দশ–ও দিলেন। জানা গেছে, বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদ ক্ষেত্রে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন স্থানীয় স্কুল–কলেজগুলি। শুভেচ্ছা বিনিময় করলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কীরকম রান্না হচ্ছে তা চেখেও দেখেন তিনি। আলু–ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন, দশে দশ। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনওদিনও খাইনি।
একইসঙ্গে সাংসদ বলেন, মিড ডে মিল যাঁরা রান্না করেন, তাঁরা খুব সুন্দর করে তৈরি করেন। খুব ভাল খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন। রান্নাঘরও পরিষ্কার-পরিচ্ছন্ন। শিশুরা যথাযথ ভাবে মিড ডে মিল পাচ্ছেন কি না, তা দেখার জন্যই তাঁর এই সফর বলে জানান রচনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ