বিদ্যা ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰের উদ্যোগে অনুষ্ঠেয় সমুৎকৰ্ষ মহাশিবিরের প্ৰস্তুতি সভা সম্পন্ন
বিদ্যা ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰের উদ্যোগে অনুষ্ঠেয় সমুৎকৰ্ষ মহাশিবিরের প্ৰস্তুতি সভা সম্পন্ন
বিদ্যা ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰের উদ্যোগে অনুষ্ঠেয়   সমুৎকৰ্ষ মহাশিবিরের প্ৰস্তুতি সভা


উন্মোচিত সমুৎকৰ্ষ মহাশিবিরের লোগো


গুয়াহাটি, ৩০ ডিসেম্বর (হি.স.) : বিদ্যা ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰের উদ্যোগে আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় ত্রিদিবসীয় বৰ্ণাঢ্য সমুৎকৰ্ষ মহাশিবিরের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বেলা দুটায় সরসজাইয়ে অবস্থিত ইন্দিরা গান্ধী ক্ৰীড়া প্ৰকল্পের প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে ত্রিদিবসীয় বৰ্ণাঢ্য সমুৎকৰ্ষ মহাশিবিরের প্রস্তুতি বৈঠক। সমুৎকৰ্ষ মহাশিবির উদযাপন সমিতির সভাপতি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্ৰাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্ৰতাপ কলিতার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিদ্যা ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারন সমুৎকৰ্ষ মহাশিবির আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেছেন।

সভায় পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সম্পাদক ড. জগদীন্দ্ৰ রায়চৌধুরী উপস্থিত কৰ্মকৰ্তাদের মধ্যে বিভাগ আবণ্টন করেছেন। এছাড়া দায়িত্বপ্ৰাপ্ত কৰ্মকৰ্তাদের নিজ নিজ ক্ষেত্ৰে পরিকল্পিতভাবে কার্য সম্পাদন করতে প্ৰেরণামূলক পরামর্শাবলি উপস্থাপন করেছেন শিশু শিক্ষা সমিতি, অসমের সাংগঠনিক সম্পাদক নীরব ঘেলানী। এর পর সমুৎকৰ্ষ মহাশিবিরের ‘লোগো’ এবং আনুষ্ঠানিক ভিডিও উন্মোচন করা হয়েছে।

সমুৎকৰ্ষ মহাশিবির সম্পৰ্কে তথ্য দিতে গিয়ে শিশু শিক্ষা সমিতি অসমের প্ৰচারপ্ৰমুখ মুকুটেশ্বর গোস্বামী জানান, সমগ্ৰ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন প্রান্তের পাঁচ (৫) হাজার ছাত্ৰছাত্ৰী ঘোষ (ব্যান্ড) বাদন করবেন। পাশাপাশি প্ৰদৰ্শনী, শারীরিক, পঞ্চপদী সংস্কারযুক্ত শিক্ষা, শিশুমেলা ইত্যাদি বিষয়ও মহাশিবিরে অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি সমাপন কাৰ্যসূচির জন্য অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্ৰী, শিক্ষামন্ত্ৰী সমেত অন্যান্য মন্ত্ৰী এবং সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকদের আমন্র্নণ জানানো হয়েছে। সমুৎকৰ্ষ মহাশিবিরের সমাপন অনুষ্ঠানে প্ৰায় ৩০ হাজার দৰ্শকের উপস্থিতি আশা করছে উদযাপন সমিতি।

আজকের প্রস্তুতি সভায় অসম প্ৰকাশন ভারতীর সম্পাদক দীপাংকর বরা, শিশু শিক্ষা সমিতি উত্তর অসম প্ৰান্ত সভাপতি কুলেন্দ্ৰকুমার ভাগবতী, সাধারণ সম্পাদক জগন্নাথ রাজবংশী প্ৰমুখ বিদ্যা ভারতীর বিভিন্ন পদমর্যাদার পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande