আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযানে বামুটিয়া ফাঁড়ির পুলিশ বেরিমুড়া সূর্য্য চৌমনি এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্টনি জামাতিয়া। তবে পুলিশের তৎপরতা সত্ত্বেও চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ চোরাচালানের সঙ্গে জড়িত। পুলিশের অভিযানে চোরাচালান ব্যাহত হয়েছে। বেআইনি কাঠও উদ্ধার করা হয়েছে। অভিযানের বিস্তারিত তুলে ধরে ওসি অ্যান্টনি জামাতিয়া জানান, এই অঞ্চলে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বামুটিয়া ফাঁড়ির পুলিশ তৎপর রয়েছে। তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন যে এই ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das