হুগলি, ২ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের দোকানের পাঁচিল ভেঙে ঢুকে গেল শববাহী গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বৃহস্পতিবার শ্মশানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি। হরিপালের গজার মোড়ে একটি ম্যাটাডোর করে মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছিলেন অনেকে। শ্মশানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। পথের ধারের একটি দোকানের পাঁচিল ভেঙে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ