অ্যাডিলেড, ৫ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া তাদের একাদশ ঘোষণা করেছে। আহত জশ হ্যাজলউডের স্থলাভিষিক্ত হয়েছেন স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়ায় ভারতের শেষ গোলাপি বলের টেস্টে হ্যাজলউড ছিলেন অসাধারণ পারফরমার, ভারত মাত্র ৩৬ রানে পতনের সময় পাঁচ উইকেট নিয়েছিলেন। সাইড স্ট্রেনের কারণে তাঁকে এই টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। গত বছরের ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর প্রথম টেস্ট খেলবেন ৩৫ বছর বয়সী বোল্যান্ড।
লাইনআপে এটাই একমাত্র পরিবর্তন। ইনজুরির কারণে ম্যাচের জন্য সন্দেহজনক মিচেল মার্শকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়া প্লেয়িং একাদশ:
নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (সি), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি