পাথারকান্দিতে উদ্বোধন বিবেকানন্দ মেলা
পাথারকান্দিতে উদ্বোধন বিবেকানন্দ মেলা
পাথারকান্দিতে উদ্বোধন বিবেকানন্দ মেলা


পাথারকান্দি (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি শহরে মুণ্ডমালায় উদ্বোধন হয়েছে ‘ভ্রাতৃসংঘ’ পরিচালিত বিবেকানন্দ মেলা।

স্থানীয় বিশিষ্টজনের উপস্থিতিতে পাথারকান্দি মণ্ডল বিজেপির পদাধিকারী সঞ্জীব দেবনাথ, দলের মহিলা নেত্রী তথা প্রাক্তন জিপি সভানেত্রী রেণুকা সিনহা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ মেলার উদ্বোধন করেছেন। পরে মেলার প্রবেশদ্বারে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির পাদদেশে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা।

মেলার উদ্বোধন করে সঞ্জীব দেবনাথ বলেন, মানসিকভাবে সুস্থ থাকতে হলে মনোরঞ্জনের প্রয়োজন। বিনোদন ও মনোরঞ্জন মানুষকে হিংসা ও অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই বিগত দু বছরের মতো এবারও বিনোদন আর মনোঞ্জনের বিপুল সম্ভার নিয়ে পাথারকান্দিতে বসেছে এই মেলার আসর। তবে এবার মেলাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সে ব্যাপারে মেলা পরিচালন কমিটি সহ সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিন মেলার উদ্বোধন কার্যক্রমে অন্য বহুজনের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক ভিকি দাস, হরিনারায়ণ সিনহা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande