চিনে ভূমিধস, নিখোঁজ ১৩ শ্রমিক 
বেজিং, ৫ ডিসেম্বর (হি.স.): চিনের একটি শহরে ভূমিধসের ঘটনায় ১৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের শেনজেনে এই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাত বুধবার ১১টার দিকে শেনঝেনের একটি রেল প্রকল্পের নির্মাণস্থলে এক
চীনে ভূমিধস, নিখোঁজ ১৩ শ্রমিক


বেজিং, ৫ ডিসেম্বর (হি.স.): চিনের একটি শহরে ভূমিধসের ঘটনায় ১৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের শেনজেনে এই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাত বুধবার ১১টার দিকে শেনঝেনের একটি রেল প্রকল্পের নির্মাণস্থলে একটি অংশের মাটিতে হঠাৎ ধস নামে। এই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৩ জন। এঁরা সবাই শ্রমিক।

সেদেশের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা যাচ্ছে, শেনঝেন-জিয়াংমেন রেলপথের একটি অংশের নির্মাণস্থলে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি হঠাৎ ভেঙে পড়ে। তাতেই এই দুর্ঘটনা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande