
ঢাকা, ২৮ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা-র নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মঙ্গলবার সেনাসদরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস