
কিংস্টন, ২৮ অক্টোবর (হি.স.): হারিকেন মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড জামাইকার একটা বড় অংশ। 'ক্যাটেগরি-৫'-এর এই শক্তিশালী ঘূর্ণিঝড় মঙ্গলবার সকালে আছড়ে পড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই দেশে। সাম্প্রতিক অতীতে এত শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেননি জামাইকার মানুষ। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ঝড়টি যখন জামাইকার স্থলভূমিতে আছড়ে পড়ে, তখন হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ২৮২ কিলোমিটার।
জানা যাচ্ছে, প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বহু এলাকায় ভেঙেছে বাড়ি-ঘর। জলের তলায় বেশ কয়েকটি প্রদেশ। দেশের একটা বিস্তীর্ণ এলাকা আপাতত বিদ্যুৎহীন। ইতিমধ্যেই তিন জনের মৃত্যুর খবর এসেছে। আগে থেকে বাসিন্দাদের আশ্রয় শিবিরে চলে যেতে বলা হলেও অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ