দিল্লি হাইকোর্টে স্বস্তি পেল এএপি, মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের আর্জি খারিজ
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): দিল্লি হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল আম আদমি পার্টি, স্বস্তি পেলেন দিল্লির
দিল্লি হাইকোর্টে স্বস্তি পেল এএপি


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): দিল্লি হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল আম আদমি পার্টি, স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জমা পড়েছিল। বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, এ বিষয়ে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করবে না।

কিছুদিন আগে আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছিল বিজেপি। তা সত্ত্বেও ইডি-র হেফাজতে থেকেই একের পর এক নির্দেশ দিচ্ছিলেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করবে না।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande