লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চায় এএপি, 'যুদ্ধ ঘর'-এর উদ্বোধন করলেন গোপাল রাই
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): দলের শীর্ষ নেতা তিহার জেলে বন্দি, তাতে কি! হাল ছাড়তে নারাজ অরবিন্দ কেজ
লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চায় এএপি


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): দলের শীর্ষ নেতা তিহার জেলে বন্দি, তাতে কি! হাল ছাড়তে নারাজ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চায় কেজরিওয়ালের দল। এই মর্মে শনিবার দলের সদর দফতরে ''যুদ্ধ ঘর''-এর উদ্বোধন হল। এদিন ওয়্যার রুম-এর উদ্বোধন করেছেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেতা গোপাল রাই এবং দলের জাতীয় সম্পাদক পঙ্কজ গুপ্তা।

ওয়্যার রুম উদ্বোধন করার পর তিনি বলেছেন, লোকসভা ভোটের প্রচারকে পুরো গতিতে এগিয়ে নিয়ে যেতে এই ওয়্যার রুম চালু করা হয়েছে। এএপি প্রার্থীরা দিল্লির ৪টি আসনে লড়ছেন- পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং নতুন দিল্লি লোকসভা। প্রথম পর্যায়ে আমরা চারটি লোকসভা আসনে ঘরে ঘরে প্রচার শুরু করেছি; দ্বিতীয় দফায় দিল্লি জুড়ে সংকল্প সভা চলছে; এখন থেকে আমাদের প্রচারের তৃতীয় পর্ব শুরু হয়েছে সুনিতা কেজরিওয়ালের রোড-শোর মাধ্যমে, সমস্ত নির্বাচনী কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য, এই ওয়্যার রুমটি স্থাপন করা হয়েছে যাতে মোট ১২টি বিভাগ রয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande