মমতার সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র-গোলাবারুদ সাধারণ বিষয় : অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র ও গোলাবারুদ
অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র ও গোলাবারুদ একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় শনিবার অনুরাগ ঠাকুর বলেছেন, কর্ণাটকে বোমা বিস্ফোরণ ঘটলে অভিযুক্তরা মমতা সরকারের রাজ্যে আশ্রয় পায়। অপরাধী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা যদি কোথাও আশ্রয় পায়, তা পশ্চিমবঙ্গে। এটা কেমন সরকার?...আইন-শৃঙ্খলা ব্যবস্থা এখানে তলানিতে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন, পশ্চিমবঙ্গে কেমন সরকার? মনে হচ্ছে সেখানে সরকারই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বাঁচাতে লেগে পড়েন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande