আদালতে মুখ খুললেন কেজরিওয়াল, বললেন তাঁর গ্রেফতারির নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কথা মতোই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিজের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন
আদালতে মুখ খুললেন কেজরিওয়াল


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কথা মতোই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিজের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার আদালতে নিজের গ্রেফতারি ও আবগারি দুর্নীতি মামলা নিয়ে বিবৃতি দেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, তাঁর গ্রেফতারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেছেন, মামলায় মানুষজনকে 'রাজসাক্ষী' করা হচ্ছে এবং তাঁদের বক্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাউস অ্যাভিনিউ আদালতের সামনে নির্বাচনী বন্ডের বিষয়েও বিবৃতি দিয়েছেন এবং বলেছেন নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি অর্থ পাচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের এই বক্তব্যের বিরোধিতা করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করেছে ইডি। কড়া নিরাপত্তা বেষ্টনীতে দিল্লির মুখ্যমন্ত্রীকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতাও। কেজরিওয়ালকে যখন আদালতের ভিতরে কোর্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনগণ এর জবাব দেবে।

এরপর বিচারপতির সামনেও মুখ খুলেছেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, ২০২২ সালের ১৭ আগস্ট সিবিআই এফআইআর দায়ের করেছিল এবং ২০২২ সালের ২২ আগস্ট ইডির পক্ষ থেকে ইসিআইএর দায়ের করা হয়েছিল। আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও কোনও আদালত আমাকে দোষী প্রমাণ করতে পারেনি। আমি জানতে চাই কেন আমাকে গ্রেফতার করা হলো? চার জনের চারটি জবানবন্দিতে আমার নাম প্রকাশ্যে এসেছে। কেজরিওয়াল এদিন আদালতে নিজের বিবৃতিতে দাবি করেছেন, তিনি মণীশ সিসোদিয়াকে কিছু নথি দিয়েছেন। তিনি যোগ করেছেন, বেশ কয়েকজন আমলা এবং বিধায়ক নিয়মিত তাঁর বাসভবনে যেতেন। কেজরিওয়ালের কথায়, বিভিন্ন লোকের দেওয়া চারটি বিবৃতি কি একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার জন্য যথেষ্ট? কেজরিওয়াল এদিন জোর দিয়ে বলেন, ইডি-র উদ্দেশ্যে হল আম আদমি পার্টিকে চূর্ণ বিচূর্ণ করা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande