ভারতের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : রাজনাথ সিং
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত এবং সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থ
রাজনাথ সিং


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত এবং সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত দেশের জনগণের। এই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এই অনুষ্ঠানে অগ্নিবীর প্রকল্প নিয়েও মুখ খুলেছেন তিনি।

অগ্নিবীর প্রকল্পের সমালোচনার বিষয়ে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই ধরনের প্রশ্নগুলির কোনও স্থান নেই এবং জোর দিয়ে বলেছেন, সবাই এটাই মেনে নেবে যে, সশস্ত্র বাহিনীর একটি তরুণ প্রোফাইল থাকা উচিত। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিজের প্রায় ৫০ বছরের দীর্ঘ রাজনৈতিক যাত্রার উপাখ্যানও ভাগ করে নিয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande