আবারও দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল প্রার্থী কীর্তির বিরুদ্ধে
দুর্গাপুর, ২৮ মার্চ (হি.স) : আবারও দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠলো তৃণমূল প্রার্থী কীর্
আবারও দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল প্রার্থী কীর্তির বিরুদ্ধে


দুর্গাপুর, ২৮ মার্চ (হি.স) : আবারও দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠলো তৃণমূল প্রার্থী কীর্তির বিরুদ্ধে । বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠে।

এদিন একের পর বিধিভঙ্গের অভিযোগে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর শিল্পশহরের রাজনৈতিক ময়দানে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চড়া সুর চড়িয়েছে বামফ্রন্ট ও গেরুয়া শিবির। রাজনৈতিক ফায়দা তুলতে নাটক করছে বলে কটাক্ষ করেছে বিজেপি।

উল্লেখ্য, দুর্গাপুরের নামো সগড়ভাঙার বেসরকারি কারখানায় ১৬ জন স্থায়ী এক্সিকিউটিভকে অস্থায়ী করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সেই মতো বুধবার বিকাল ৪টার মধ্যে তাঁদের রেজিগনেশন দিতে বলা হয়। যদিও সিটু শ্রমিক সংগঠনের দাবী, দুপুরে কারখানা কর্তৃপক্ষ সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়। এদিকে এক্সিকিউটিভদের পাশে দাঁড়াতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। বৈঠক শেষে প্রভাত চট্টোপাধ্যায় বলেন, কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। এই জয় কীর্তি আজাদের জয়। সবাই যেন তাঁকে ভোট দেন। দুর্গাপুর জুড়ে যেন এই জয়ের কথা প্রচার করা হয়। আর তাতেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছে সিপিএম। তাদের দাবী, আধিকারিকরা কেউ ইউনিয়নের সদস্য নন। তাহলে কেন আইএনটিটিইউসি নেতারা তৃণমূল প্রার্থীকে কারখানার প্রশাসনিক ভবনের সামনে নিয়ে ভোট প্রচার করল।

হিন্দুস্থান সমাচার/জয়দেব




 

 rajesh pande