দীর্ঘদিন ধরে বেহাল মনাই পাথর-থলিবাড়ি সড়ক, শীঘ্র সংস্কার না করলে আন্দোলনের হুঁশিয়ারি
বক্সনগর (ত্ৰিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : সিপাহিজলা জেলার মনাইপাথর থেকে থলিবাড়ি সড়কটি দীর্ঘ কয়েক ব
দীর্ঘদিন ধরে বেহাল মনাই পাথর-থলিবাড়ি সড়ক, শীঘ্র সংস্কার না করলে আন্দোলনের হুঁশিয়ারি


বক্সনগর (ত্ৰিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : সিপাহিজলা জেলার মনাইপাথর থেকে থলিবাড়ি সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায়। সড়কের কার্পেটিং ওঠে গিয়ে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে গেছে। শুধু তাই নয়,দীর্ঘ ৬ কিলোমিটার সড়কের দুইপাশের জঙ্গল এসে সড়ক পথ একেবারে ক্ষীণ হয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকাবাসী বহুবার দপ্তরের আধিকারিকের সাথে রাস্তা সংস্কারের দাবি জানানোর পরও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। তাত স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত ধনপুর বিধানসভা এলাকার কাঠালিয়া ব্লকের এ ডি সি ভিলেজ মনাই পাথর বাজার থেকে উত্তর দিকে টিলা বাড়ি ভায়া ধৈলাই, কলাছড়া হয়ে থলিবাড়ি বাজারে যাওয়ার এই সড়ক পথটি বিগত বাম জমনায় সংশ্লিষ্ট উপজাতি জনগণের যোগাযোগের স্বার্থে নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাজ্য নতুন সরকার প্রতিষ্ঠার পর দীর্ঘ ছয় বছর ধরে কাঠালিয়া পর্ত দপ্তর রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। এতে মানুষের মধ্যে যথেষ্ট অসন্তোষ দেখা যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের আন্দোলনে নামতে পারে বলেই খবর।

স্থানীয় জনগণ অভিযোগ তুলেন রাস্তা সংস্কার করার নাম করে কয়েকদিন কিছু কিছু স্থানে কাজ করা হয়েছে। গত এক মাস ধরে একেবারে বন্ধ কাজ। কাজ বন্ধ থাকার কারণ জানতে চাইলে দপ্তরের আধিকারীক কোন কথাই বলতে নারাজ। তারা অভিযোগ করেন, সমস্ত রাস্তায় কার্পেটিং উঠে গিয়েছে। কয়েক বছর ধরে রাস্তার দুই পাশের জঙ্গল কাটিং নেই। এর ফলে দুদিকের জঙ্গল রাস্তায় এসে একেবারে ক্ষীণ হয়ে গেছে। অটো রিক্সা চলাচল করাও কষ্টকর। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। এই রাস্তা দিয়ে কোন গাড়ি আসতে চায় না। রাস্তা সংস্কারের অভাবে সংশ্লিষ্ট উপজাতি এলাকার জনগণের দুর্ভোগ বেড়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবী জানানো হয়েছে। যদি শীঘ্রই রাস্তা সংস্কার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande