কলাগাছ দাঁড় করালেও বিজেপির সমর্থকরা বিজেপিকেই ভোট দেবেন, বিশ্বাস দেবতনুর
বীরভূম, ২৭ এপ্রিল, (হি.স.) : ‘ভারতীয় জনতা পার্টি সংগঠন নির্ভর দল। তাই একটা কলাগাছ দাঁড় করালেও বিজেপি
কলাগাছ দাঁড় করালেও বিজেপির সমর্থকরা বিজেপিকেই ভোট দেবেন, বিশ্বাস দেবতনুর


বীরভূম, ২৭ এপ্রিল, (হি.স.) : ‘ভারতীয় জনতা পার্টি সংগঠন নির্ভর দল। তাই একটা কলাগাছ দাঁড় করালেও বিজেপির সমর্থকরা বিজেপিকেই ভোট দেবেন।’ নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য শনিবার এ কথা জানালেন।

আসানসোলের পর বাংলার একমাত্র আসনে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হলেও মনোনয়ন বাতিল হয়। যে কারণে, বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচাৰ্য মনোনয়ন জমা দিয়ে প্রচার শুরু করেছেন ইতিমধ্যেই।

কেন এতটা আশাবাদী গেরুয়া শিবির?বিজেপি নেতৃত্বের কথায়, এই কেন্দ্রে দীর্ঘদিন ধরেই সংগঠন মজবুত করার কাজ করেছে স্থানীয় নেতৃত্বরা। তার উপর ভিত্তি করেই এগোবে দল। এতদিন ধরে একজন প্রার্থী প্রচার সারলেও নতুন প্রার্থী আসায় কি এই আসন যেটা সম্ভব? ‘কলাগাছ’ দাঁড় করানো হলেও, এখানেও বিজেপি জিতবে, আত্মবিশ্বাসী উত্তর দেবতনু ভট্টাচার্যর।

আগামী ১৩ মে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। ১৫ দিনের থেকে একটু বেশি প্রচারের সময় পাবেন নতুন প্রার্থী? তাহলে তৃণমূলের ওজনদার প্রতিদ্বন্দ্বী শতাব্দী রায়ের বিরুদ্ধে জেতার সম্ভাবনা কতটা?

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande