(আপডেট) জম্মু ও কাশ্মীরের রামবানে গভীর খাদে যাত্রীবাহী গাড়ি, কমপক্ষে ১০ জনের মৃত্যু
জম্মু, ২৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান এলাকায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হার
Accident


জম্মু, ২৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান এলাকায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে দুর্ঘটনাটি ঘটেছে ব্যাটারি চশমার কাছে। প্রায় ১০০০ ফুট নীচে পড়ে যায় গাড়িটি। শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, ১০টি দেহ উদ্ধার হয়েছে। নিহতরা বেশিরভাগই অন্য রাজ্যের শ্রমিক, যারা কাজের জন্য কাশ্মীরের দিকে যাচ্ছিলেন। হতাহতের সঠিক সংখ্যা এবং কেউ জীবিত রয়েছেন কি না তা জানা যায়নি।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। দুর্ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande