ডিব্রুগড়ে ভোট দান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দের
ডিব্রুগড় (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ডিব্রুগড়ে ভোট দান করেছেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং
Union Minister and BJP leader Sarbananda Sonowal cast his vote


Union Minister and BJP leader Sarbananda Sonowal cast his vote


ডিব্রুগড় (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ডিব্রুগড়ে ভোট দান করেছেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

বিজেপি প্রার্থী সনোয়ালের বিরুদ্ধে ভোটের ময়দানে রয়েছেন অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর লুরিনজ্যোতি গগৈ এবং আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী মনোজ ধানোয়ার। ডিব্ৰুগড় আসনে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন মোট ৩৫ জন।

ভোটকেন্দ্র থেকে বাইরে এসে বিজেপি প্রার্থী বলেন, শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন অগ্রগতির লক্ষ্যে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসাতে নাগরিকরা দুহাত ভরে ভোট দেবেন। তিনি একশো শতাংশ ভোটদানের আহ্বান জানিয়েছেন নাগরিকদের প্রতি। সর্বানন্দ নিশ্চিত, বিপুল ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী করে নরেন্দ্র মোদীকে উপহার দেবেন ডিব্রুগড়ের জনতা।

উল্লেখ্য, বর্তমান সাংসদ রামেশ্বর তেলির বদলে এবার সর্বানন্দ সনোয়ালকে টিকিট দিয়েছে বিজেপি।

২০২৪-এর লোকসভা নির্বাচনে আজ ১৯ এপ্রিল প্রথম দফায় অসমে পাঁচটি আসনে ভোটগ্রহণ চলছে। পাঁচ আসন যথাক্রমে ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, শোণিতপুর এবং লখিমপুর। এদিন সকাল ৭.০০টা থেকে ওই পাঁচ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। অসমে ১০,০০১টি ভোটকেন্দ্রে ৮,৬৪৭ এর বেশি নাগরিক ভোট দান করবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande