বিজেপি আর ক্ষমতায় আসছে না, আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী
আউশগ্রাম, ২৪ এপ্রিল (হি.স.) : বিজেপি আর ক্ষমতায় আসছে না। বুধবার বর্ধমানের আউশগ্রামের সভা থেকে এমনটা
বিজেপি আর ক্ষমতায় আসছে না, আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী


আউশগ্রাম, ২৪ এপ্রিল (হি.স.) : বিজেপি আর ক্ষমতায় আসছে না। বুধবার বর্ধমানের আউশগ্রামের সভা থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে মনে করেন? আগেরবার ৩০৩ পেয়েছিল, এবারে সেটাও পাবে না। বিজেপি আর ক্ষমতায় আসছে না।’ পাশাপাশি বিজেপি কোথায় কত আসন পেতে পারে রাজ্য ধরে ধরে তার সম্ভাব্য হিসেবও দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভালো লড়াই করছে, ওখানে বিজেপি আর প্রচুর আসন পাবে না। বিহারে হাফও পাবে না। রাজস্থানে প্রথম ভোটে কুপোকাত, মধ্যপ্রদেশে হাফও পাবে না। তামিলনাড়ুতে জিরো, কেরলে বাম-কংগ্রেসই বেশিরভাগ আসন পাবে। কর্ণাটক, তেলেঙ্গানাতেও এবারে বিজেপির ফল খারাপ হবে, অর্ধেক সিটও পাবে না।’

বিভিন্ন সমীক্ষা রিপোর্ট প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘সমীক্ষায় যেটা দেখছেন ওটা বানানো। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না।’ মমতার কথায়, বিজেপি ফের ক্ষমতায় এলে না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার। কথা বলার অধিকারও থাকবে না। জীবন-জীবিকার অধিকারও থাকবে না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande