হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, চাকরি বাতিলের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অধীনে ২৫,৭৫৩টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছ
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অধীনে ২৫,৭৫৩টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এসএসসি-র চেয়ারম্যান রায় ঘোষণার দিনই জানিয়েছিলেন, তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। বুধবার এসএসসি-র তরফে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।

এসএসসি-র নিয়োগে দুর্নীতির মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরিপ্রাপকদের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande