অসমে মুসলিম বিবাহ আইন বাতিলের সিদ্ধান্ত, রাজ্যের কাছে হলফনামা চেয়েছে গৌহাটি হাইকোর্ট
গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : অসমে মুসলিম বিবাহ আইন-১৯৩৫ বাতিল সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে হল
Gauhati High Court_Represantational image


গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : অসমে মুসলিম বিবাহ আইন-১৯৩৫ বাতিল সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছে গৌহাটি হাইকোর্ট।

গৌহাটি হাইকোর্ট অসম সরকারকে একটি নোটিশ জারি করে মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইনকে বাতিল করার কারণ ব্যাখ্যা করতে বলেছে। মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইনে কেন আপত্তি, সে ব্যাপারে আগামী ২২ জুনের মধ্যে সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ১৯৩৫ সালের ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (অসম মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন) বাতিল করতে অসম মন্ত্রিসভা এক সিদ্ধান্ত নিয়েছিল। এ খবর প্রকাশ হওয়ার পর গোটা রাজ্যে মুসলিম সমাজ থেকে শুরু করে কংগ্রেস, এআইইউডিএফ সহ বিরোধী রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবৰ্তীতে একাংশ কাজি গুয়াহাটি উচ্চ আদালতে অসম সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আবেদনকারী কাজিদের কৌঁসুলি জানান, ‘আমরা একটি অন্তর্বর্তীকালীন আদেশের জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু চলমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে আদৰ্শ আচরণবিধির দরুন আদালত এই সময় কোনও আদেশ দিতে অক্ষম। তাই ২২ জুন পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande