কামাখ্যা-গোয়ালপাড়া-নিউ বঙাইগাঁও সেকশন পরিদর্শন এনএফ রেলের জিএম চেতন কুমারের
দ্বৈতকরণ, বৈদ্যুতিকীকরণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.)
NFR GM Chetan Kumar inspects Kamakhya-Goalpara-New Bangaigaon sec


NFR GM Chetan Kumar inspects Kamakhya-Goalpara-New Bangaigaon sec


দ্বৈতকরণ, বৈদ্যুতিকীকরণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা

গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ বুধবার রঙিয়া ডিভিশনের অন্তর্গত কামাখ্যা-নিউ বঙাইগাঁও (ভায়া গোয়ালপাড়া) সেকশন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন রঙিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নীরজ গুপ্তা সহ হেড কোয়ার্টার এবং ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা। জেনারেল ম্যানেজার যাত্রাপথের স্টেশনগুলি পরিদর্শন করার পাশাপাশি সেকশনটিতে দ্বৈতকরণ ও বৈদ্যুতিকীকরণের কাজের অগ্রগতি এবং রেলওয়ে স্টেশনগুলিতে সুরক্ষা সম্পর্কিত সরঞ্জামগুলি খতিয়ে দেখেন। স্টেশনে তিনি রেলওয়ে আধিকারিকদের সাথে বার্তালাপ করেন এবং বিভিন্ন বিষয়ে ফিডব্যাক গ্রহণ করেন ও বিভিন্ন সুরক্ষা সম্পর্কিত সামগ্রীর ওপর তাঁদের সচেতনতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।

জেনারেল ম্যানেজার উইন্ডো ট্রেলিং পরিদর্শন করেন। তিনি মার্শালিং ইয়ার্ড এবং কোচিং ইয়ার্ড, মাইনর ও মেজর ব্রিজ, রানিং রুম, হেল্থ ইউনিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি চলমান কার্যকলাপগুলির বিস্তৃত পরিদর্শন করে স্টেশনগুলির উন্নয়নমূলক পরিকল্পনাগুলি পরীক্ষা করেছেন। এছাড়া তিনি নতুন স্টেশন বিল্ডিং, ক্রু লবি, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম এবং যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কাজও পরিদর্শন করেন।

তিনি নিউ বঙাইগাঁও স্টেশনের পুনর্বিকাশের কাজ পরিদর্শন করেন। উন্নত, অতিরিক্ত এবং বর্ধিত যাত্রী সুযোগ-সুবিধা প্রদানের জন্য অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত নিউ বঙাইগাঁও স্টেশনের পুনর্বিকাশ করা হবে। আপগ্রেডেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

জেনারেল ম্যানেজারের পরিদর্শনের লক্ষ্য ছিল বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করা, বিভিন্ন স্থানের সুবিধাগুলির মূল্যায়ন করা, আধিকারিকদের সাথে বার্তালাপ করা এবং অঞ্চলটিতে পরিকাঠামোমূলক উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা। চলমান কাজগুলি সম্পর্কে তাঁর ইতিবাচক মূল্যায়নে যাত্রীদের নিরাপদ, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যে একনিষ্ঠ প্রচেষ্টা রয়েছে তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande