আগরতলায় পুলিশের হাতে ধৃত তিন কুখ্যাত চোর
আগরতলা, ২৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনি এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্
আগরতলায় পুলিশের হাতে ধৃত তিন কুখ্যাত চোর


আগরতলা, ২৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনি এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে মঙ্গলবার বিকেলে একটি চুরির ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন বলেন, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে আমরা রাহুল দাস নামের একজনকে খুঁজে পাই। সে টাউন ইন্দ্রনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকে এবং মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাহুল দাসকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে এসেছে চুরির সাথে জড়িত আরও দুটি নাম। একই এলাকার বাসিন্দা বিনয় সাহা ও অমিত রায় এবং সে অনুযায়ী পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে। বাড়িতে তল্লাশি করে পুলিশ অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়ি থেকে চুরি হওয়া ১.৩৭ লক্ষ টাকা উদ্ধার করেছে।

পূর্ব থানার ওসি উল্লেখ করেন, ধৃতরা এর আগেও একই ধরনের চুরির মামলায় গ্রেফতার হয়েছিল। তিনি আরও জানান, মাদক কেনার টাকা জোগাড়ই এ ধরনের অপরাধের মূল কারণ।

এদিকে পুলিশ তিন যুবককে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ড চেয়ে আদালতে হাজির করে।

হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ




 

 rajesh pande