চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! মহিলার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রে
চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! মহিলার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম - শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। শম্ভুনাথের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরণের বাড়ি ওই জেলারই কুলপিতে।

নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে আট লক্ষ টাকা নেয় শম্ভুনাথ এবং সমীরণ। সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপিও দেওয়া হয়। কিন্তু সে গুলি দেখে মহিলার সন্দেহ হয়। যাচাই করে বুঝতে পারেন পুরোটাই ভুয়ো। প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর পরেই তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ঘটনার তদন্ত নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande