বুধবার দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস ম্যাচ, হেড টু হেড রেকর্ড ও সামগ্রিক পরিসংখ্যানে কে এগিয়ে
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস (ডিসি) গুজরাট টাইটানসের (জিটি) মুখোমুখি
ipl


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস (ডিসি) গুজরাট টাইটানসের (জিটি) মুখোমুখি।

হেড-টু-হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে।

আইপিএলে ডিসি বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:

**ম্যাচ হয়েছে : ৪টি

*গুজরাট টাইটান্স জিতেছে: ২টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ২টি

**শেষ ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জিতেছে (২০২৪)।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে জিটি বনাম ডিসি হেড টু হেড:

**ম্যাচ হয়েছে : ১টি

*গুজরাট টাইটান্স জিতেছে: ১টি

*দিল্লি ক্যাপিটালস জিতেছে: ০

**শেষ ফলাফল: গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয়ী (২০২৩)।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ডিসি সার্বিক রেকর্ড:

**ম্যাচ খেলেছেঃ ৭৭টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ৩২টি।

**দিল্লি ক্যাপিটালস হেরেছে: ৪৪টি।

**ফলাফল হয়নি: ১টি

**শেষ ফলাফল: সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৬৭ রানে হেরেছে (২০২৪)

**দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ স্কোর: ২৩১/৪(২০) বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (২০১১)।

**দিল্লি ক্যাপিটালস সর্বনিম্ন স্কোর: ৬৬/১০(২০) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৭)।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande