সন্দেশখালির অত্যাচারিতদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো বাঁকুড়ায়
বাঁকুড়া, ২৪ এপ্রিল (হি. স.) : সন্দেশখালির নির্যাতিতা ও প্রতিবাদীদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো বাঁকুড়
সন্দেশখালির অত্যাচারিতদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো বাঁকুড়ায়


বাঁকুড়া, ২৪ এপ্রিল (হি. স.) : সন্দেশখালির নির্যাতিতা ও প্রতিবাদীদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো বাঁকুড়ায়। সন্দেশখালির কুৎসিত ঘটনার স্মৃতি উস্কে দিয়ে সেই সব নির্যাতিতা ও প্রতিবাদীদের সাথে হাজারে হাজারে মহিলা গলা মেলালেন আজ বাঁকুড়ায়।

বুধবার বাঁকুড়া জেলা বিজেপি মহিলা মোর্চার ব্যবস্হাপনায় সন্দেশখালির অত্যাচারিত মহিলাদের নেতৃত্বে এক বিরাট প্রতিবাদী মিছিলের আয়োজিত হয়।

লালবাজার মোড় থেকে মিছিল শুরু হয়।সন্দেশখালির অত্যাচারিত একদল মহিলা ছিলেন মিছিলের পুরোভাগে।প্রধানমন্ত্রী মোদীজী নারীশক্তির সাথে আছেন এই শ্লোগান ও প্ল‍্যকার্ড হাতে নিয়ে প্রায় দশ হাজার মহিলা মিছিলে অংশগ্রহণ করেন।এদিনের মিছিলে বাঁকুড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী ববিতা ব্যনার্জি, সাধারন সম্পাদিকা ঝুমা মহন্ত, অঞ্জলি গড়াই, মামনি টুডু, রাজ্যসাধারন সম্পাদিকা শশী অগ্নিহোত্রী।

এদিনের মিছিলে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, প্রাক্তন সভাপতি বিবেকানন্দ পাত্র ছিলেন স্বেচ্ছাসেবক এর ভূমিকায়।আর মিছিলের মধ্যমনি ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃসুভাষ সরকার। হুডখোলা গাড়িতে চড়ে সুভাষবাবু কখনও হাতজোড় করে কখনও হাত নেড়ে রাস্তার দুপাশে দাড়িয়ে থাকা জনতার অভিনন্দন গ্ৰহন করেন।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ




 

 rajesh pande