মমতার 'চাকরিখেকো' মন্তব্যকে কটাক্ষ দিলীপের
পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল, (হি.স.): “মানুষের চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি”। এই মন্তব্য করে বিজেপি-কে ‘চ
মমতার ‘চাকরিখেকো’ মন্তব্যকে কটাক্ষ দিলীপের


পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল, (হি.স.): “মানুষের চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি”। এই মন্তব্য করে বিজেপি-কে ‘চাকরিখেকো’ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এ হেন মন্তব্যে কটাক্ষ করলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার দিলীপবাবু সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বলেন, উনি আগে মানুষকে বোঝান কে চাকরি খেকো, কে পয়সা খেকো। আদালতের রায়ে চাকরি হারানো ছেলেমেয়ে ও যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাঁদের দায়িত্ব উনাকেই নিতে হবে।

হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষককের। এনিয়ে শুক্রবার পিংলার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'গ্রামে গঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়। কিন্তু চাকরিখেকো বিজেপি দেখেছেন? একইসঙ্গে হাজার হাজার ছেলের চাকরি খেয়ে নিয়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দিতে হবে ১২ শতাংশ সুদে। যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয়, আপনি দিতে পারবেন তো! যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে, মগের মুলুক নাকি!'

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande