বিধ্বংসী হচ্ছে নৈনিতালের জঙ্গলের আগুন, জারি চূড়ান্ত সতর্কতা
নৈনিতাল, ২৭ এপ্রিল (হি.স.): দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও জ্বলছে উত্তরাখণ্ডের নৈনিতালের
 জারি চূড়ান্ত সতর্কতা


নৈনিতাল, ২৭ এপ্রিল (হি.স.): দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও জ্বলছে উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গল এলাকা। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। ইতিমধ্যেই উত্তরাখণ্ড হাইকোর্ট সংলগ্ন এলাকা পর্যন্ত জঙ্গলের আগুন পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শনিবার বলেছেন, জঙ্গলের আগুন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিশাল আগুন। আমরা সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমরা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছি। আমরা দেহরাদূনে এ বিষয়ে একটি বৈঠক করেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব।”

শনিবার সকালেই ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ভিমতাল হ্রদ থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ ৩৬ ঘন্টা ধরে জ্বলছে আগুন, হেক্টরের পর হেক্টর বনাঞ্চল পুড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নৈনিতালে ৩৩.৩৪ একর জঙ্গল এলাকা ধ্বংস হয়েছে। রুদ্রপ্রয়াগ থেকে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে তিন জনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নৈনিতালের জঙ্গলের আগুন উত্তরাখণ্ড হাই কোর্টের কাছাকাছি পৌঁছে যায়। ওই এলাকার বাসিন্দারা আগুনের লেলিহান শিখাও দেখতে পান। এর ফলে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। রাতেই ডাকা হয় সেনাবাহিনীকে। বন দফতরের সঙ্গে হাত মিলিয়ে সেনা জওয়ানেরাও আগুন নেভানোর কাজ করেছেন সারা রাত। আগুন শুক্রবার লোকালয়ের এতটাই কাছাকাছি চলে এসেছিল যে, নৈনি হ্রদে বোটিং সাময়িক ভাবে বন্ধ করে দেন কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত লোকালয়ের কোনও অংশে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande