'লক্ষ্মীর ভাণ্ডার'কে স্বাগত জানালেন সিপিএমের সৃজন
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.) : বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাম আমলেই চলত। একটি-দুটি নতুন প্রকল
'লক্ষ্মীর ভাণ্ডার'কে স্বাগত জানালেন সিপিএমের সৃজন


কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.) : বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাম আমলেই চলত। একটি-দুটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। বাম জমানা ফিরলে সেইসব প্রকল্পে সুবিধাভোগীদের অর্থ সাহায্য আরও দ্বিগুণ হবে, এমনটাই জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই সঙ্গে তিনি স্বাগত জানালেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে।

রাজ্যের শাসক দলের অন্যতম প্রধান রাজনৈতিক অস্ত্র হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সম্প্রতি এই প্রকল্পে মহিলাদের আর্থিক সাহায্য দ্বিগুণ করা হয়েছে। সেই প্রকল্পে অর্থ সাহায্য আরও দ্বিগুণ হবে, অর্থাৎ ১০০০ টাকা ২০০০ করা হতে পারে বাম রাজত্ব ফিরলে, এমনটাই আশা প্রকাশ করলেন সৃজন।

সৃজনের যুক্তি, এটা মানুষের থেকে কর প্রদত্ত অর্থ, সেটা সরকার মানুষের মধ্যে বিতরণ করছে। সেই অর্থ সাহায্য বাড়ানোর অসুবিধা কোথায়? সৃজন বললেন, ‘আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল যেহেতু সরকারে আছে, সেই টাকা নিচ্ছে, তার একটা অংশ মানুষকে ফেরত দিচ্ছে। আরেকটা বড় অংশ খাটের তলায় ঢুকে পড়ছে। পার্থ, মানিক অনুব্রতরা আমাদের দলে নেই।’

এই সমস্ত সরকারি প্রকল্পতে আর্থিক সাহায্য দ্বিগুণ করা হবে বলেও আশ্বাস বাম প্রার্থীর। তাঁর কথায়, ‘আমরা যদি কোনওদিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা কাজে লাগানোর পুরোটা কাজে লাগাব, তাতে আজকে যিনি হাজার টাকা পাচ্ছেন, তিনি আগামী দিনে ২০০০ টাকা পাবেন হতেই পারে।’ অর্থাৎ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও দ্বিগুণ করে দেওয়া করে যেতেই পারে বলে মত তাঁর।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande