ত্রিপুরা : বিশালগড়ে বাড়িতে ঢুকে হামলা–হুজ্জতি–লুটপাট, নেশা কারবারি তকমা দিয়ে এলাকা ছাড়ার হুমকি
বিশালগড় (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় আবারও এক ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত হয়েছে। গৃহস্থের
Miscreants attacked Jasim Uddin and his wife


বিশালগড় (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় আবারও এক ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত হয়েছে। গৃহস্থের বাড়িতে ঢুকে ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টো নেশা কারবারি বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা দুষ্কৃতকারীদের। ঘটনা সিপাহিজলা জেলার অন্তর্গত বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকার।

জানা গেছে, গত ২১ এপ্রিল জসিম উদ্দিনের বাড়িতে এলাকার আখতার হোসেন, আবুল খায়ের, কবির হোসেন, ছুটন মিয়াঁ, ফেরদৌস মিয়াঁ সহ বেশ কয়েকজন দুষ্কৃতী মদ্য পান করে নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে প্রবেশ করে। মারুতি গাড়ি, বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে ঘরে মজুত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তারা। কিন্তু ওই সক দুষ্কৃতীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টো জসিম উদ্দিনকে নেশা কারবারি বলে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। দুষ্কৃতকারীরা পুলিশকে কিঞ্চিতমাত্রও নেশা সামগ্রী দেখাতে পারেনি পুলিশকে। পরে দুষ্কৃতকারীদের হাত থেকে জসিম উদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে পরেরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।

দুষ্কৃতকারীদের পক্ষ থেকে জসিম উদ্দিন সহ তার পরিবারকে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। পরে জসিম উদ্দিন সহ তার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জে তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অবশেষে জসিম উদ্দিন শুক্রবার সুবিচার পেতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

আজ শনিবার জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাঁদের পরিবারের সাথে সংগঠিত গোটা ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা জানিয়েছেন, যারা প্রকৃতভাবে রাজনীতি করেন তারা কোনওদিনও এ ধরনের ঘটনা ঘটাতে পারে না এবং তারা বিশ্বাস করেন শাসক দল কখনও এ ধরনের কার্যকলাপ প্রশ্রয় দেয় না। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দলগত এবং প্রশাসনিকভাবে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande