পানিট্যাঙ্কি সীমান্তে বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেফতার ১
পানিট্যাঙ্কি সীমান্তে বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেফতার ১
পানিট্যাঙ্কি সীমান্তে বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেফতার ১


খড়িবাড়ি, ১০ জুলাই (হি.স.) : ভারত-নেপাল সীমান্তের

পানিট্যাঙ্কিতে ১ কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার

করল খড়িবাড়ি থানার

পুলিশ। জানা গিয়েছে, ধৃতের

নাম রহমত শেখ(২৪)। সে মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার বাসিন্দা। বুধবার ধৃতকে

শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

গোপন সূত্রে খবরের

ভিত্তিতে মঙ্গলবার এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পানিট্যাঙ্কির উত্তর

রামধনজোত প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক পাচারকারী এক যুবককে আটক করে।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। ধৃতকে

জিজ্ঞাসাবাদ করে এসএসবি জানতে পারে অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে

যুক্ত। পানিট্যাঙ্কির এক মাদক কারবারির কাছে সে মাদক সরবরাহের জন্য এসেছিল। এসএসবি

বাজেয়াপ্ত মাদক সহ অভিযুক্তকে মঙ্গলবার রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এরপর

পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে

শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে মাদক চক্রের মূল

পান্ডাদের খোঁজ করতে চাইছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার /সোনালি

হিন্দুস্থানের খবর / Sonali Das / সৌম্যজিৎ চক্রবর্তী




 

 rajesh pande